প্রবাস মেলা ডেস্ক: চলতি বছরের জুন মাসের ২৬ ও ২৭ তারিখে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী শহর আগরতলায় প্রকাশনা মঞ্চ আয়োজিত সংগঠনটির ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষ্যে দু’দিনব্যাপী তৃতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে বিশিষ্ট কবি নজমুল হেলাল অংশগ্রহণ করবেন বলে জানা গেছে এবং সাহিত্যে বিশেষ অবদান রাখায় ‘দক্ষিণারঞ্জন ধর স্মৃতি স্রোত সাহিত্য সম্মান-২০২৩’ কবি নজমুল হেলালকে প্রদান করা হবে। এছাড়া তিনি ২৭ জুন ২০২৩ একটা আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন। ইতোপূর্বেও কবি নজমুল হেলালকে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক সাহিত্য সম্মান প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঋদ্ধ সমকালীন সাহসী নান্দনিক কাব্যস্বর বরেণ্য কবি নজমুল হেলাল ১৯৭৪ সাল থেকে বাংলা সাহিত্যের প্রায় সব শাখায় নিরলসভাবে তাঁর চর্চা চালিয়ে যাচ্ছেন। ২০০০ সালের ২৩ অক্টোবর অন্যতম প্রধান কবি শামসুর রাহমান এর ৭২তম শুভ জন্মদিনের জাতীয় অনুষ্ঠানে কবি শামসুর রাহমান এর উপস্থিতিতে সভাপতিত্ব করার সৌভাগ্য অর্জন করেন কবি নজমুল হেলাল।
১৯৭৮ ও ১৯৮০ সালে যথাক্রমে বাংলাদেশ ও ভারতের পত্রিকায় নজমুল হেলালের কবিতা প্রথম প্রকাশ পায়। বাংলাদেশ, ভারত ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ যেমন আমেরিকা, কানাডা, বৃটেন, নরওয়ে, অস্ট্রেলিয়ার বাংলা পত্রিকায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে নজমুল হেলালের কবিতা প্রকাশ পাচ্ছে। কবি নজমুল হেলালের সাড়া জাগনো কাব্যগ্রন্থের নাম ‘ভালবাসলেই খোঁজ রাখতে হয়’- অমর একুশে বইমেলা ২০২৩ এ প্রকাশ করেছে ভোরের কাগজ প্রকাশন, ঢাকা বাংলাদেশ।
আঞ্চলিক, জাতীয়, আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতালব্ধ ভ্রমণ পিয়াসী বৈচিত্র্যময় জীবন নজমুল হেলালের। বর্তমানে তিনি জাতীয় প্রতিভা বিকাশ কেন্দ্র, ঢাকা বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা-সভাপতি এবং চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ এর সভাপতি। বাংলাদেশ থেকেও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক সম্মাননা স্বর্ণপদক সহ সম্বর্ধনা পেয়েছেন তিনি। কবিতাই নজমুল হেলালের ধ্যান-জ্ঞান-জীবন। সমাজতত্ত্বমূলক হেলালগীতি’র জনক নজমুল হেলাল।