প্রবাস মেলা ডেস্ক: মাত্রাতিরিক্ত তাপপ্রবাহ মোকাবেলায় ১০ রাজ্যে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করলো ভারত। ১৮ জুন ২০২৩, রবিবার দেশটির আবহাওয়া অধিদফতর থেকে আসে রেড অ্যালার্ট। খবর গার্ডিয়ানের।
জানানো হয়, আগামী চারদিন ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে তাপমাত্রা। রাজধানী নয়াদিল্লি ছাড়াও ভয়াবহ পরিস্থিতি দেখবে উত্তর প্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। এতোদিন রাজ্যগুলোয় আবহাওয়া সংশ্লিষ্ট অরেঞ্জ অ্যালার্ট জারি থাকলেও, প্রায় ১০০ মানুষের মৃত্যুর ঘটনায় বাড়ানো হয় সতর্কতার মাত্রা।
হিটস্ট্রোক, পানি শূন্যতার মতো উপসর্গ নিয়ে কয়েক হাজার মানুষ হাসপাতালে ভর্তি আছেন। সর্বাধিক ৫৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে উত্তর প্রদেশ। বিহারেও প্রাণ হারিয়েছেন ৪৪ জন।
অবশ্য চিকিৎসকরা বলছেন, শুধু তাপপ্রবাহ নয় বরং দূষিত পানিও অসুস্থ হওয়ার অন্যতম কারণ। নিহতদের বেশিরভাগ ষাটোর্ধ ভারতীয়। রাজ্যগুলোয় জুনের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি।