প্রবাস মেলা ডেস্ক: মায়ানমারের বিদ্রোহী বাহিনী এবং জান্তা-শাসনের মধ্যে লড়াই চলমান অবস্থায় মিয়ানমার সেনাবাহিনীর শত শত সদস্য ভারতে পালিয়ে এসেছে। তীব্র সংঘর্ষের মধ্যে প্রায় ৬০০ সেনা সদস্য ভারতের মিজোরামের লংটলাই জেলায় আশ্রয় নিয়েছে। মিজোরাম সরকার মিয়ানমারকে সতর্ক করেছে এবং সৈন্যদের দ্রুত ফেরত নেয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে। মিয়ানমারের ওইসব সেনাসদস্যরা আসাম রাইফেলস ক্যাম্পে আশ্রয় নিয়েছে।
শিলং-এ উত্তর-পূর্ব কাউন্সিল সভার পূর্ণাঙ্গ অধিবেশনে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি আলোচনার জন্য বৈঠক ডেকেছেন। সরকারি সূত্র বলছে, মিজোরাম রাজ্যের অভ্যন্তরে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনা সদস্যদের দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার উপর জোর দেয়া হয়েছে।
পূর্ণাঙ্গ অধিবেশনে সাংবাদিকদের মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা জানিয়েছেন, সরকার চলমান পরিস্থিতির উপর আলোকপাত করেছে। মানুষ মিয়ানমার থেকে আমাদের দেশে আশ্রয়ের জন্য পালিয়ে আসছে, এবং আমরা মানবিক কারণে তাদের সাহায্য করছি। এর মধ্যে মিয়ানমারের সৈন্যরাও এসেছে। ইতিমধ্যে প্রায় ৪৫০ জন সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে।