প্রবাস মেলা ডেস্ক: ‘মাতৃভূমি’ আন্তর্জাতিক মঞ্চে ১৫ আগস্ট ২০২০ শ্রীমতি রীতা চক্রবর্তী লাইভ সঙ্গীত পরিবেশন করেন। তিনি তার সুমধুর কন্ঠে রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, লোকসংগীত, লালন ফকিরের গান ইত্যাদি পরিবেশন করেন। ১ ঘন্টা ৩০ মিনিট অনুষ্ঠানে গানের ইতিহাস ও সমসাময়িক পরিস্থিতির অসাধারণ ব্যাখ্যা করেছেন, যা অনুষ্ঠানটি এক অন্যমাত্রা লাভ করে। এককথায় বলা যায় শ্রীমতী রীতা চক্রবর্তী শুধুমাত্র সুগায়িকা নন, মাটির সাথে জুড়ে থাকা অসাধারণ মানুষ।