পুরন্দর ভৌমিক
কোলকাতা, ভারত
আকাশ ভেঙে নামলে বৃষ্টি,
চোখ রাখিস তোর ঝাপসা কাঁচে;
বাষ্পমাখা ঝাপসা কাঁচেই
প্রেম আজও আছে বেঁচে!
বৃষ্টি এলে ঝমঝমিয়ে,
কান পাতিস ওই জলের ফোঁটায়;
গড়িয়ে পড়ি টুপটাপ ওই তোর আঙুলের প্রান্তরেখায়!
নখ ভিজে যায়-মন ভিজে যায়
ময়ূর-পেখম নৃত্যকলায়!
শ্রাবণধারায় বৃষ্টি এলে মেলিস ও হাত মন-দরিয়ায়,
বুকের বৈঠা-নাও ভাসালেই খুঁজে পাবি-ই এই আমায়;
পাল তুলে দিস ছই-এর ওপর, পাটাতনে তুই-আমি ,
ভাসছি শুধু-ভেসেই যাব-এটুকুই তো আমরা জানি!
নেই ঘর-নেই ঠিকানা কোনো,
ভাসব দু’জন প্রেম-দরিয়ায়;
তুই হবি সুর ভাটিয়ালি,
আমি চিরাগ মন-দরজায়!