মো. ছালাহ উদ্দিন, বার্সেলোনা, স্পেন: ভয়েস অব বার্সেলোনা স্পেনে প্রবাসী সিলেটী যুবদের একটি ঐক্যের সংগঠন । এ সংগঠন ২০১৫ সালে বার্সেলোনায় বসবাসরত সিলেটী যুবকদের নিয়ে প্রতিষ্ঠিত। সংগঠনের কার্যক্রম আরো বৃহৎ আকারে প্রসারিত করার লক্ষ্যে কাতালোনীয়া রাজ্যের সান্তা কলমায় আরেকটি শাখা কমিটি করা হয়েছে ।
৮ ডিসেম্বর রোববার সন্ধায় কাতালোনীয়া রাজ্যের সান্তা কলমা শহরের একটি স্থানীয় হলরুমে ভয়েস অব বার্সেলোনার সান্তা কলমা শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।
ভয়েস অব বার্সেলোনার সভাপরি ফয়সল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ’আর লিটুর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কাজী আমির হোসেন আমু, উপদেষ্টা সুমন আহমদ, সহ সভাপতি জুয়েল আহম, মামুন রহমান, শফিক উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় সংগঠনের সবার সম্মতিক্রমে ভয়েস অব বার্সেলোনার সান্তা কলমা শাখার সভাপতি পদে সামছুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেনের নাম প্রকাশ করে দুই সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে তিন মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি করার জন্য ঘোষণা দেওয়া হয়।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমদ মুন্না, ময়েজ উদ্দিন, মোহন আহমদ, আজমল আলী, জসিম উদ্দিন সহ ভয়েস অব বার্সেলোনার সদস্য ও স্থানীয় সামাজিক সংগঠনের নতৃবৃন্দরা ।