প্রবাস মেলা ডেস্ক: ভয়েজ-অব জগন্নাথপুর ইউকে’র পক্ষ থেকে বাংলাদেশের সিলেট জেলার জগন্নাথপুর থানা পুলিশকে পিক-আপ গাড়ী উপহার দেয়া হয়। ১১ জুন ২০২৩ জগন্নাথপুর থানার যুক্তরাজ্য প্রবাসীদের পরিচালিত সংগঠন ‘ভয়েজ-অব জগন্নাথপুর ইউকে’ কর্তৃক পিক-আপ গাড়ীটি প্রদান করা হয়। গাড়িটি গ্রহণ করেন সুনামগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ এহসান শাহ্।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান, ভয়েজ অব জগন্নাথপুর ইউ.কে এর প্রতিনিধি জনাব মিনার আহমেদ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। গাড়িটি পেয়ে থানা কর্তৃপক্ষ ‘ভয়েজ-অব জগন্নাথপুর ইউকে’ কে আন্তরিক ধন্যবাদ জানান।
এ প্রসঙ্গে সুনামগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ এহসান শাহ্ বলেন- প্রবাসী বাংলাদেশিরা বিদেশে থাকলেও তারা যে বাংলাদেশকে নিয়ে ভাবেন, এই গাড়িটি তারই প্রকৃষ্ট উদাহরণ। এই গাড়িটি জগন্নাথপুর থানা পুলিশ কর্তৃক আইন-শৃঙ্খলা রক্ষা কার্যে এবং তাদের দৈনন্দিন ডিউটি পালনে বিশেষ ভূমিকা রাখবে। এজন্য সুনামগঞ্জ জেলা তথা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি ‘ভয়েজ-অব জগন্নাথপুর ইউকে’র প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।