রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: ব্রেইন স্টোক করে জর্ডান প্রবাসী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে ও ইন্নাইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। দীর্ঘ প্রায় দেড় মাস রাজধানীর ইসমেসানী দি স্পেসালী হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
২ আগস্ট ১১ টায় কর্তব্যরত ডাক্তার নজরুল ইসলামকে মৃত ঘোষণা করে। বিগত ১৫ বছর যাবৎ জর্ডানে কাজ করে আসছিলেন তিনি। মৃত্যুর কয়েক বছর আগে তিনি আল বালাদের আলাউনা মানি এক্সচেন্জে কর্মরত ছিলেন। মৃত্যুর খবরটি বাংলাদেশ দূতাবাসে জানানো হলে খুব দ্রুতই বাংলাদেশে লাশ প্রেরণের আশ্বাস দেয় দূতাবাস কতৃপক্ষ। বর্তমানে মৃত দেহটি দি স্পেসালী হাসপাতালের হাসপাতালের হিমাগারে রয়েছে। মৃত নজরুল ইসলাম কুমিল্লা জেলার হোমনা থানার হরিপুর গ্রামের গ্রামের আলিমুদ্দিনের সন্তান।