প্রবাস মেলা ডেস্ক: ২৭ মার্চ বুধবার ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট নিয়ে গুরুত্বপূর্ণ মুশন নিয়ে চলছিলো এমপিদের জমজমাট ডিভেইট। বৃটেনের ওয়েলসের নিউপোট ওয়েষ্টের এমপি জেসিকা মরডান এর আমন্ত্রণে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি সংগঠক বৃটেনের বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, নিউপোর্টের কমিউনিটি নেতা শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, সোয়ানসীর কমিউনিটি নেতা আব্দুল লতিফ কয়সর, আবু সালেহ সুয়েব ও শাহ শাফি কাদির হাউস অব কমন্সের (পার্লামেন্টের) স্পেশাল দর্ঘক গ্যালারিতে দীর্ঘসময় বসে ব্রেক্সিট নিয়ে গুরুত্বপূর্ণ ডিভেইট উপভোগ করেছেন।
নিউপোর্টের কমিউনিটি নেতা শেখ মোহাম্মদ তাহির উল্লাহ এই সুযোগ করে দেওয়ার জন্য নিউপোট এর এমপি জেসিকা মরডানকে ধন্যবাদ জানিয়েছেন। ওয়েলস বাংলা নিউজ ও দৈনিক মৌলভীবাজার ডট কমের এডিটর মোহাম্মদ মকিস মনসুর জানান, বৃটেনে আসার পর বিভিন্ন পোগ্রামে অনেকবার ব্রিটিশ পার্লামেন্টে গিয়েছি, কিন্তু এবার প্রথমবারের মত আমরা ৫ জন পার্লামেন্টে সরাসরি ডিভেইট উপভোগ করলাম।
ব্রেক্সিট ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ মুশন নিয়ে এমপিদের জমজমাট আলোচনা ছিলো আজ।আমাদের সবাই খুব উপভোগ করেছেন, এক নতুন অভিজ্ঞতা অর্জন হয়েছে বলে তিনি অভিমত ব্যাক্ত করেছেন।