সৈয়দ মামুন হোসেন: ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের লৌহ মানবী কোহিনুর বেগম।
জানা যায়, পাঁচবছর আগে কোহিনুরের শরীরে হঠাৎ হাড়ে সমস্যা দেখা দেয়। এরপর দিনে দিনে তার শরীর ক্রমশই অবনতি দেখা দিলে তার বাবা মো. কবির মিয়া ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলে এবং তখন তার পিঠে অপারেশন করে রড স্থাপন করা হয়। সে থেকেই রডের বোঝা বয়ে বেড়াচ্ছে কোহিনুর বেগম।
এ কারণে কোহিনুরকে এলাকায় লৌহ মানবী হিসেবে সবাই চিনে। কোহিনুর বেগম উন্নত চিকিৎসা পেলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এলাকাবাসী সবাইকে যার যার অবস্থান থেকে কোহিনুরের চিকিৎসায় এগিয়ে আসার আহবান জানান।
গত এপ্রিল ২০১৯ এর মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিবার ও জীবন সংগ্রামের বিষয়টি জানার পর বাহরাইনে স্থাপিত- “Orissa Building Contracting & Services Co S.P.C ” বাংলদেশী মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠান অনুদান প্রদানের পদক্ষেপ গ্রহণ করে।
অনুদানের পরিমান- ৮০,০০০/- (আশি হাজার টাকা)। এই অনুদানে সার্বিক তত্বাবধানে ভূমিকা পালন করেন উক্ত প্রতিষ্ঠানেরআলাউদ্দিন আহমেদ (চেয়ারম্যান), কামাল আহমেদ (ব্যবস্থাপনা পরিচালক), মুহাম্মদ আল আমিন (ব্যবস্থাপক, হিসাব বিভাগ), নূরুল আমিন রুহুল (ব্যবস্থাপক, শ্রম বিভাগ) ইফরান রেজা সজল (সময় নিয়ন্ত্রক) সহ কোম্পানির ফোরম্যান ও অন্যান্যরা সহযোগিতা করেন।
লৌহ মানবীর অনুদানের অর্থ প্রদানের সময় “উরিষ্যা বিল্ডিং কন্ট্রাক্টিং” কোম্পানী’র চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ এর পিতা জালাল উদ্দিন, কোম্পানীর চেয়ারম্যান সহ আবু শহীদ খাঁন, সোহেল জাহান নাছির, আবু সুফি লাল মিয়া, ডা. রাসেল আমির হামজা, মাঈন উদ্দিন লিটন, মোঃ সুমন মিয়া, শাহীন, মাসুম, মির্জা, সৈয়দ আবরু, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আলাউদ্দিন আহামেদ বলেন , মানুষ টাকা উপার্জন করে নিজের জন্য পরিবারের স্বচ্ছলতার জন্য এছাড়াও আসে সামাজিক দায়বদ্ধতার কথা। মানুষের উচিত উপার্জনের অংশ থেকে মানুষের পাশে দাঁড়ানো। দুনিয়াতে মানুষ সারাজীবন বেঁচে থাকবে না কিন্তু ভালো কাজগুলো রয়ে যায়। যেগুলো অন্য মানুষদেরও অন্যের উপকারে এগিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। প্রবাসে এবং দেশে তরুণ উদ্যােক্তাদের জন্য তাই ব্যবসায়ী আলাউদ্দিনের দীর্ঘ সংগ্রামী, পরিশ্রমী জীবন উদহারণ হয়ে থাকবে।