শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত: দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে আরো শক্তিশালী করতে সকল আওয়ামীলীগ এর নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দেশের মত বিদেশেও বিভিন্ন কার্যক্রম দিয়ে দলীয় সমর্থকদের সজাগ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রবাসী নেতারা।
২৭ জুলাই শুক্রবার রাতে কুয়েতের ফরওয়ানিয়ার একটি অডিটরিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলার অবস্থানরত বঙ্গবন্ধুর আদর্শের সৈনেকেরা গঠন করলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ কুয়েত শাখা। এতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (দিলিপ) কে সভাপতি, সাধারণ সম্পাদক হাবিব মোস্তফা
( এম.এসসি),সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর আলম কে সর্বসম্মতিক্রমে দায়িত্ব দেওয়ার মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে ঐক্যবদ্ধভাবে একটি পূর্ণাঙ্গ কমিটি করে দলকে শক্তিশালী ও নিজ জেলা ও প্রবাসে দলের হয়ে আওয়ামীলীগের উন্নয়নের পাশে থেকে অগ্রনী ভূমিকা রাখার আহবান করেন।
গঠনকল্পের প্রধান সমন্বয়কদের মধ্যে সে সময় উপস্থিত ছিলেন মোসাদ্দেদ হোসেন, মইন উদ্দিন মইন, শিল্পী জাহিদ সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার অসংখ্য আওয়ামী সমর্থকগণ।
কেন্দ্রীয় কমিটির শাখা সহ সহযোগি অঙ্গ সংগঠন গুলির পাশাপাশি আঞ্চলিক জেলা, উপজেলার নামেও বিভিন্ন দলের অনেক প্রবাসী নেতারা কমিটি গঠনের মাধ্যমে তাদের দলীয় সমর্থক ও কর্মীদের একত্রিত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কুয়েতে এ জেলার সমর্থকগণ এ ধারা অব্যাহত রাখতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকলকে কাজ করার আহবান জানান নব নির্বাচিত নেতৃবৃন্দরা।