প্রবাস মেলা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ইতালি প্রবাসী সাংবাদিক শাওন আহমেদ ও মেসবাহ উদ্দিন আলালের সাথে বাঞ্ছারামপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় প্রতীতি সংগীত নিকেতনে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল এর সভাপতিত্বে এবং বিজয় টিভি ও আমাদের সময়ের বাঞ্ছারামপুর প্রতিনিধি আশেক এমরানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলা টিভির ইউরোপ ব্যুরো প্রধান ও বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি শাওন আহমেদ, বাংলা টিভির ইতালি ভেনিস প্রতিনিধি এবং ভেনিস বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক মেসবাহ উদ্দিন আলাল, কালের কন্ঠের বাঞ্ছারামপুর প্রতিনিধি মোঃ চাঁন মিঞা সরকার, আমাদের অর্থনীতি ও এসটিভি বাংলার বাঞ্ছারামপুর প্রতিনিধি ফয়সাল আহমেদ খান, ভোরের কাগজের প্রতিনিধি রফিকুল ইসলাম, চ্যানেল এসএর বাঞ্ছারামপুর প্রতিনিধি মোঃ ফয়সাল আহম্মেদ ।
এসময় অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন একাত্তর টিভির বাঞ্ছারামপুর প্রতিনিধি বাহারুল ইসলাম, দৈনিক সমাচার ও একুশের আলো প্রতিনিধি জহিরুল হক, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি আলমগীর হোসেন, সরেজমিন বার্তার আশিকুর রহমান, দৈনিক বিপ্লবী বাংলাদেশ এর মোঃ সোহাইল আহমেদ, দৈনিক আজকের পত্রিকার নাসির আহমেদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ হাসান, প্রধান শিক্ষক সেলিম রেজাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।