মোহাম্মদ ফিরোজ: হবিগঞ্জের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মার্কেটিং বিভাগের মেধাবী ছাত্র ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার দাবিতে সৌদি আরবের জেদ্দায় মানববন্ধন করেছেন প্রবাসী হবিগঞ্জবাসী জেদ্দা সৌদিআরব।
এর আগে হিন্দু ধর্মাবলম্বীদের কটুক্তির অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে এ মামলা করেন গৌতম কুমার এডবর নামে রাজধানীর ভাষাণটেকের এক ব্যক্তি। তাকে আইনগত সহায়তা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়।
এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধনের ডাক দেন। মানববন্ধনে প্রবাসীরা বলেন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন।
ফেসবুকে ব্যারিস্টার সুমনের নামে খােলা ফেক আইডি থেকে দেয়া একটি বিভ্রান্তিকর স্ট্যাটাসের উপর ভিত্তি করে এ মামলাটি দায়ের করা হয়। যে ফেক আইডি থেকে উক্ত বিভ্রান্তিকর স্ট্যাটাসটি দেয়া হয়েছে তার সাথে ব্যারিস্টার সুমনের কোন প্রকার সংশ্লিষ্টতা নেই। উক্ত পেইজের বিরুদ্ধে শাহবাগ থানায় ব্যারিস্টার সুমন নিজেই একটি জিডি করেন। প্রবাসীরা আরও বলেন, ফেসবুক লাইভে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যারিস্টার সুমন দীর্ঘদিন যাবত সমাজসেবায় নিযােজিত রয়েছেন। নিজের কর্মগুণেই তিনি আজ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হযেছেন। তাঁর এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল প্রতিনিয়তই ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
দেশবিরােধী একটি কুচক্রীমহল তাঁর নামে বিভিন্ন ফেক আইডি খুলে দেশের জনমানুষকে বিভ্রান্ত করে দেশকে পিছিয়ে দিতে চায়। ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ ও নির্ভীক ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে দায়ের করা গতকাল মামলায় ছিল দেশবিরোধী ষড়যন্ত্রের একটি প্রতিচ্ছবি। ব্যারিস্টার সুমন দেশের গণমানুষের সাথে যে ভালােবাসার বন্ধন তৈরি করেছেন তা একরকম মিথ্যা মামলা দিয়ে লুকেয়ে রাখা যাবে না।
আমরা হবিগঞ্জবাসী কখনোই ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ষড়যন্ত্র সফল হতে দেব না । প্রবাসী সাংবাদিক সোহেল রানা বলেন, যেখানে অসঙ্গতি সেখানে সুমন ভাই লাইভে গিয়েছেন। তিনি তার নিজ উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু যারা তার ভাল চায় না তারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আমাদের প্রবাসীদের দাবি তার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। না হলে এর প্রতিবাদে আমরা বাংলাদেশ দূতাবাস রিয়াদ ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এর মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে স্মারকলিপি পেশ করব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হোসেন আহাম্মদ, আব্দুর রাজ্জাক, কাউছার আহাম্মদ শাহীন, ফরহাদ আহাম্মদ তুষার, শেখ তুফানূর আহাম্মদ, সাব্বির আহমেদ, সবুজ মিয়া, সাইফুল খাঁন, হারুন মিয়া, নজরুল ইসলাম, মারূফ আহাম্মদ, কাজল মিয়া, রাসেদ, কবির, শামসুল ইসলাম, ইসলাম মিয়া, মোহাম্মদ অনিক, শাহ আলম, নানু মিয়া সহ জেদ্দাস্থ হবিগঞ্জ প্রবাসী ছাড়াও বিভিন্ন জেলার প্রবাসীরা।