হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: শো টাইমস মিউজিকের আয়োজনে নগর বাউল জেমসের কনসার্ট উপলক্ষে নিউইয়র্কে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন জেমস। দীর্ঘ প্রতীক্ষার পর শো টাইমস মিউজিকের আয়োজনে নগর বাউল জেমস আবারো নিউইয়র্ক কাঁপাবেন। গত ২৭ নভেম্বর মঙ্গলবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে শো টাইম মিউজিকের আয়োজনে নগরবাউল জেমসের কনসার্টের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শো টাইম মিউজিকের আলমগীর খান আলম বলেন, আমরা অল্প কিছুদিন আগে আইয়ুব বাচ্চুকে হারিয়েছি। ফলে বাংলা সংগীত জগতে একটা শূন্যস্থানের সৃষ্টি হয়েছে। ইচ্ছে ছিল আইয়ুব বাচ্চু, জেমস- দু’জনকে নিয়েই কনসার্ট আয়োজনের। কিন্তু একজনকে রেখে আরেকজনকে নিয়ে এই অনুষ্ঠান করতে হচ্ছে ভাবতে কষ্ট হচ্ছে। আলমগীর খান আলম জানান, নগরবাউল জেমসের কনসার্ট হবে এযাবত কালের সেরা একটি অনুষ্ঠান। ভক্ত-শ্রোতারা প্রাণভরে পছন্দের গান শোনার পাশাপাশি শিল্পীর সাথে ছবি তুলতেও পারবেন। তিনি উল্লেখ করেন, আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিক্রি হচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর জ্যামাইকার এমাজুরা হলে (AMAZURA HALL, JAMAICA, NEW YORK) নগরবাউল জেমসকে নিয়ে এই সলো কনসার্টের আয়োজন করা হচ্ছে। সেখানে নগরবাউলের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও পারফর্ম করবেন। কনসার্টে শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড়। সকল মিডিয়া পার্টনার, স্পন্সরদের সাথে নিয়ে একটি জমজমাট শো’র আয়জন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শো টাইমস মিউজিকের কর্ণধার এবং এনওয়াই ইন্সুরেন্সের প্রেসিডেন্ট ও সিইও শাহনেওয়াজ।