সুহাস বড়ুয়া, বোস্টন, যুক্তরাষ্ট্র থেকে: ১৩ আগস্ট ২০২৩, রবিবার বোস্টনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় বিশিষ্ট সংগঠক ও আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ সাহাকে সভাপতি এবং আনন্দ সাহাকে সাধারণ সম্পাদক করে প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তর সংগঠন বোস্টন সনাতন সোসাইটির ২ বছর মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
নির্বাহী কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন যথাক্রমে: অর্থ সম্পাদক- পিন্টু রায়, সাংগঠনিক সম্পাদক -রবিন দাশ ও সাংস্কৃতিক সম্পাদক – শিপলু সাহা।
উল্লেখ্য, বোস্টন সনাতন সোসাইটি, ২০১০ সালে গঠিত বোস্টন সার্বজনীন পূজা উদযাপন পরিষদের মূল ছাতা সংগঠন এবং এই সংগঠন প্রতি বৎসর হিন্ধু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় উৎসব সমূহ যেমন শারদীয় দূর্গা পূজা, কালীপূজা, সরস্বতী পূজা, ঠাকুর অনুকূল চন্দ্র দেবের তিরোধান দিবস ও পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবৎ গীতা পাঠের আয়োজন করে থাকে। এই সংগঠন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি মানবসেবা মূলক কাজে প্রবাসে ও বাংলাদেশে প্রশংসনীয় অবদান রেখে চলেছে। বোস্টনে বর্তমানে প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করে।