রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি : আনোয়ারা উপজেলায় সামাজিক সংগঠন বোয়ালিয়া বন্ধু পরিবার এর উদ্যোগে দেশের ও প্রবাসের সদস্যদের সহযোগিতায় অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।”উদ্দেশ্য যখন মহৎ হয় বাস্তবায়ন অসম্ভব নয়”শ্লোগানের মধ্যদিয়ে বোয়ালিয়া বন্ধু পরিবার ৯ মে, ২০২০ আনুষ্ঠানিকভাবে সকাল ৯ টায় উপজেলার বারশত ইউনিয়নের জাগির পাড়া ও বোয়ালিয়াসহ আশেপাশে বেশকিছু অসহায় হত-দরিদ্র পরিবারের মাঝে এইসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অত্র সংগঠনের সভাপতি আনোয়ারুল ইসলাম খান জানান, নিজেদের গ্রামে পিছিয়ে পড়া মানুষের খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও দুর্যোগে নতুন প্রজন্ম সিনিয়রদের আর্থিক সহযোগিতা নিয়ে প্রতিবেশীদের পাশে আমাদের এই সামজিক কর্মকান্ডের মাধ্যেমে এই সমাজ আসবে ভারসাম্যতা।
আর ধনী-গরীব ভারসাম্য আসলেই দূর হবে অভাব ও কষ্ট। এ সময় সংগঠনের সহ-সাধারণ সম্পাদক-নুরুল কাদের বলেন,শুরু থেকে শেষ অবধি যারা এই মহৎ কাজে সম্পৃক্ত ছিলেন এবং সহযোগীতার হস্ত প্রসারিত করেছেন বোয়ালিয়া বন্ধু পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। মানবতার সেতুবন্ধনে সবার এই পথচলা শুভ হোক। এই মহামারিতে সবাই সুস্থ থাকুন এই কামনা করছি।
এই সময় উপস্থিত ছিলেন সভাপতি-আনোয়ারুল ইসলাম খান, সহ-সাধারণ সম্পাদক-নুরুল কাদের, প্রচার সম্পাদক-ইকবাল আবির, দপ্তর সম্পাদক-হাফেজ জসিম, ধর্ম সম্পাদক-হাফেজ ফোরকান, ক্রীড়া সম্পাদক-নয়ন। আরো উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য-মুহাম্মদ আরমান, হাফেজ ইলিয়াস, হাফেজ খোরশেদ, মুহাম্মাদ দিদার, মুহাম্মাদ আমানুল্লাহ, হাফেজ আব্দুল হান্নান