রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নে বোয়ালিয়া গ্রামে বোয়ালিয়া, ওয়াহেদ পাড়া ও জাগির পাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ মে ২০২১, বৃহস্পতিবার সকালে বোয়ালিয়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করে ।
এতে উপস্থিত ছিলেন প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের সাংগঠনের সদস্য শেখ আহমদ, দিদার, ইমরান হোসেন ইমু, শহিদ, রাকিব, হাসান প্রমুখ।
উল্লেখ্য, সংগঠনটি প্রতিবছর রমজানে ২০০/৩০০ পরিবারের মাঝে এই বিতরণ করে আসছে। মানবতাকে কেন্দ্র করে এই সংগঠনটি যাবতীয় খরচ পরিচালনা হচ্ছে পুরাটাই সংগঠনের দেশি ও প্রবাসী অবস্থানরত সদস্যদের নিজ অর্থায়নে। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি কোনো সংস্থা থেকে তারা সহযোগিতা পায়নি।