রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: প্রচণ্ড কালবৈশাখী ঝড় আর বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রাম এর বোয়ালিয়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশন এর সদস্যরা রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে। এ যেন করোনা কোভিড-১৯ আর কালবৈশাখীর সাথে প্রতিযোগিতায় নেমেছেন বোয়ালিয়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যরা। কিছুতেই হার মানতে রাজি নন তরুণ উদ্যমী, সাহসী নওজোয়ানরা।এগিয়ে চলেছে তারা কর্দমাক্ত আর পিছচ্ছিল রাস্তায় দিয়ে দুর্বার গতিতে। দেশের ক্রান্তিলগ্ন আর পবিত্র মাহে রমজানের আনন্দে তারা যেন ক্লান্তিহীন। একটু হাফিয়ে উঠার লম্বা নিঃশ্বাসটুকুও নিচ্ছেন নীরবে। তারপরও তাদের একটাই স্লোগান -ভাল থাকুক, ভাল থাকুক মানুষ। জয় হোক মানবতার! করোনাভাইরাস কোভিড-১৯ কারণে কর্মহীন হয়ে পড়া গৃহবন্দি মানুষের মাঝে তৃতীয় বারের মতো ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন ‘বোয়ালিয়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশন’। ২৪ এপ্রিল, ২০২০ শুক্রবার সমগ্র বোয়ালিয়া, জাগির পাডা ও ওয়াহেদ পাড়ার তিন গ্রামের হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী মধ্যে রয়েছে সয়াবিন তৈল পেয়াঁজ, ছোলা, চিনি, খেজুর, চিড়া, আলু ইত্যাদি।

এই সম্পর্কে সংগঠনের সহ সাধারণ সম্পাদক আইয়ুব খান বলেন, ‘করোনা সংকটের এই মুহুর্তে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অসহায়, কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। আমাদের সংগঠনের সদস্যরা সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছে। আজকে আমাদের সংগঠনের সকল প্রবাসী সদস্যদের প্রচেষ্টায় তৃতীয় বারের মতো এই ইফতার সামগ্রী বিতরণ করতে পেরেছি। অত্র সংগঠনের সভাপতি ফোনে জানান, নিজেদের গ্রামে পিছিয়ে পড়া মানুষের খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও দুর্যোগে নতুন প্রজন্ম সিনিয়রদের আর্থিক সহযোগিতা নিয়ে প্রতিবেশীদের পাশে। আমাদের এই সামজিক কর্মকান্ডের মাধ্যেমে এই সমাজ আসবে ভারসাম্যতা। আর ধনী-গরীব ভারসাম্য আসলেই দূর হবে অভাব ও কষ্ট।

সংগঠনের সদস্য মওলানা ইউচুপ বলেন এ কাজ বোয়ালিয়ার কল্যাণে প্রবাসী দিগন্তের একটি উদ্যোগ। এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন বোয়ালিয়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশন। সকল সদস্যরা মিলে ছোট ছোট ভালো কাজ করলে একদিন এই সমাজ মানবিক হয়ে উঠবে। অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করার শুভ প্রয়াস অব্যাহত রাখাবে। মানুষ ও মনুষ্যত্বের মানবীয় মর্যাদা প্রতিষ্ঠার লক্ষে ইনশাআল্লাহ আমরা কাজ করে যাব। এসময় উপস্থিত ছিলেন, সহ সাধারণ সম্পাদক আইয়ুব খান, মাওলানা ইউচুপ, অর্থ সম্পাদক দিদার, সদস্য শহীদ, সদস্য ইমরান ইমু, সদস্য মো: হাছান, সদস্য হাফেজ আকরাম, সদস্য মফিজ, সদস্য আমান, সদস্য রাকিব, সদস্য জাহেদ, সদস্য রুবেল, সদস্য এমদাদ, সদস্য আরাফাত হোসাইন প্রমুখ।