তপন দেবনাথ, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র
বৈশাখ আসে, বৈশাখ যায়
রমনার বটমূলে যাওয়া হয় না আঠার বছর
আঠার বছর! সে কি কম সময়?
বদলে গেছে কতকিছু এতদিনে আমার অনুপস্থিতিতে।
শুধু ডলার ধরার বাসনায়
হৃদয়কে করে দিয়েছে মরুভূমির তপ্ত বালি
ফাগুন আর আসে না ফিরে মনে
শুধু ফিরে আসে মেঘহীন বৈশাখের ঝড়।
এই জীবন চাইনি আামি
মানুষ নামে রোবট হয়ে বাঁচা
শুধু ডলার আসে, আর চলে যায় সব
এখন পালাতে পারলেই বাঁচি।