সীতাকুন্ড, চট্টগ্রাম: ২ বৈশাখ -১৪২৬ বঙ্গ খ্রীষ্টাব্দ, ১৫ এপ্রিল-২০১৯ ইং। সীতাকুন্ডের ঐতিহ্যবাহী এ যাবৎকালের ব্যাপক সাড়া জাগানো গুলিয়াখালী সী-বিচ পরিচালনা পরিষদ কমিটির উদ্যোগে দু’দিনব্যাপী বৈশাখী মেলার আজ ছিল দ্বিতীয় তথা শেষ দিন। নুরুল আমীন শফি মেম্বরের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম মাস্টারের প্রানবন্ত উপস্হাপনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্হাপনা বিভাগের অধ্যাপক এ কে এম তফজল হক।
বিশেষ অতিথি ছিলে যথাক্রমে: ৪ নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রেজাউল করিম বাহার, সীতাকুন্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ও সীতাকুন্ড সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি লায়ন মো: গিয়াস উদ্দীন, বিশিষ্ট সাংবাদিক ও সীতাকুন্ড বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন, ৪ নং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নোয়ামিয়া কন্ট্রাক্টর, সীতাকুন্ড সমিতি- চট্টগ্রামের সহ-সভাপতি হাজী ইউসুফ শাহ, সীতাকুন্ড সমিতির সহ সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ।আলোচনায় অংশ নেন যথাক্রমে: গুলিয়াখালী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইসলাম, যুব নেতা শহিদুল ইসলাম, মফিজুর রহমান, আবুল হাসেম, বেলাল উদ্দীন, নূর মোস্তফা ভুট্টু, মদিন উল্যাহ, মনা মিয়া কন্ট্রাক্টর, সিএনজি নেতা সোলেমান, জয়নাল আবেদীন, আলতাফ হোসেন ও জাকারিয়া রিফাত প্রমুখ। প্র
ধান অতিথির বক্তৃতায় অধ্যাপক এ কে এম তফজল হক বলেন, গুলিয়াখালী সী- বিচ এলাকায় কোন প্রকার মাদকদ্রব্য সেবন বিক্রয় কোনভাবেই কাম্য নয়। এলাকাবাসী ও সী-বিচকে মাদকমুক্ত রেখে সমাজ ব্যবস্হাকে শিক্ষিত জনশক্তিতে রূপান্তর করবার জন্য গুলিয়াখালী সী-বিচ পরিচালনা কমিটিকে সদা সর্বদা সতর্ক থাকবার আহ্বান জানান। আলোচনা শেষে মন মাতানো মনোজ্ঞ এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।