ফারুক আহম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লিয়াজ শহরে আলোচনা সভা আয়োজন করে বেলজিয়াম আওয়ামীলীগ। ভারপ্রাপ্ত সভাপতি শফিউল্লাহ সফি’র সভাপতিত্বে সভা পরিচালনা করেন রিয়াজুল ইসলাম খান সাজু। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন। এছাড়াও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা, লিয়াজ আওমীলীগ এর সাধারণ সম্পাদক ওমর ফারুক।
বক্তারা বলেন, মহান বিজয় দিবস এ দিনটি বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনী মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।
এ ছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন নিজাম মিধা, সুজন সিকদার, মন্টু খন্দকার, চন্দন সাহা, খান বুলবুল, আমজাদ হোসেন প্রমুখ