ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বেলজিয়াম শাখা আওয়ামী লীগ। ২৪ ফেব্রুয়ারি রবিবার স্থানীয় সময় ৫টা রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি বাবু বিধান দেব।
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের উপদেষ্টা ড. ফারুক মির্জা। সভার শুরুতে রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের জন্য এক মিনিট নিরবতা পালন করে শোক প্রকাশ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি হুমায়ন মাকসুদ হিমু, সহ সভাপতি নাসির উদ্দীন (মিশু), দপ্তার সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, মোকলেছুর রহমান, আরিফ উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আখতারুজ্জামান, যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ, মর্তুজা রানা, ছাত্র নেতা কৌশিক আহাম্মেদ (হিমু)বাবুল, দিলরুবা বেগম মিলি, শেলি মির্জা, স্বপ্না দেব প্রমুখ।