ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন করেছে বেলজিয়াম আওয়ামীলীগ। মহান বিজয় দিবস উপলক্ষে ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার স্থানীয় একটি হলে আলোচনা সভা আয়োজন করে।
বেলজিয়াম আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বিধান দেবের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান খানের সঞ্চালনায় । আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং এক মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে সভার সূচনা হয়।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে।
আওয়ামীলীগের নেতারা আরও বলেন, ২২ ডিসেম্বর ২০১৯ ব্রাসেলস প্রেসক্লাবে আয়োজিত তথা কথিত আওয়ামীলীগ নামধারী ব্যানারের এক সভা বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদৎ হোসেইনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং রাজাকার বলা হয়। আমরা তার তীব্র নিন্দা জানাই, স্বাধীনতার ৪৮ বছর পরেও দেশ ও প্রবাসে জামায়াত-বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে।
সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদ, চার নেতাসহ দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বক্তব্য দেন সহ সভাপতি নিরঞ্জন রায়, সহ সভাপতি হুমায়ুন মাকসুদ হিমু, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ফিরোজ আহামেদ বাবুল, মর্তুজা রানা, মহিলা সম্পাদিকা রাবেয়া জামান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইমরান আলী, ইস্রাফিল হক, সদস্য হাছান আল মাসুদ, হ্যান্ড টু হ্যান্ড ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক গোলাম জিলানি, মোহাম্মদ নুরুদ্দিন প্রমুখ।