ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩০ অক্টোবর মঙ্গলবার স্থানীয় সময় ৮ টায় ব্রাসেলস, বেলজিয়াম যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলজিয়াম যুবদলের অাহ্বায়ক কাজী রহিমুল আহসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বেলজিয়াম যুবদলের যুগ্ম অাহ্বায়ক মোস্তফা বাবু ও যুবদল নেতা মাসুম পারভেজ । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলজিয়াম বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু।
প্রধান অতিথির বক্তেব্যে ইকবাল হোসেন বাবু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে প্রহসনের রায় দেয়া হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তিনি অবিলম্বে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বেলজিয়াম বিএনপি’র সহ সভাপতি হাসান রাকীব প্রধান বলেন, জিয়া চ্যারিটেবল মামলার রায় ইতিহাসে যুক্ত হলো অপশাসনের আরেক টি কালো দিন।
এ সময় আরো বক্তব্য রাখেন সহ সভাপতি সৈয়দ মাহমুদ আক্কাছ, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো: কামাল হোসেন পাটোয়ারী, আসিফ উদ্দিন, বেলজিয়াম যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফউদ্দিন ইরান, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন ফরহাদ, যুবদল নেতা মাহমুদুল হাসান মম, সাখাওয়াত রাফি, রুহুল আমিন সুমন, আমজাদুল হক দিপু , মো: ওমান বকুল, নুর নবী, জাহিদুল ইলাম, মো: শরিফ, বিল্লাহ খান, জাহিদ হোসেন, আ: আলিম, রাসেল আহাম্মেদ, খালেদ আহাম্মেদ প্রমুখ।