ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: করোনা ভাইরাসে ১৯ মার্চ ২০২০, বৃহস্পতিবার পর্যন্ত বেলজিয়ামে আরো ৩০৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত সংখ্যা ১,৭৯৫ জন। আজকে নতুন করে ৩০৯ জনের মধ্যে প্লামিস এলাকাতে ১৪৫ জন ব্রাসেলসে ৪৮ জন এবং ওয়ালুনিতে ৯৫জন আক্রান্ত হন। এরই মধ্যে বেলজিয়াম সরকার সকল স্কুল, কলেজ, সভা সেমিনার বন্ধ ঘোষণা করেছে। ৫ এপ্রিল পর্যন্ত পুরো বেলজিয়াম কে লকডাউন ঘোষণা করা হয়েছে।
জরুরী কাজ ছাড়া কাউকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। শুধু ফার্মেসি, খাবারের দোখান, পোস্ট অফিস ছাড়া বাকি সব বন্ধ ঘোষণা করা হয়েছে, লোকজনের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৩০ জন ICU তে আছেন, ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩০ জনকে ICU তে নেয়া হয়েছে।
অধ্যাপক স্টিভেন বলেন প্রতি তিন দিনে রুগীর সংখ্যা দিগুণ হচ্ছে। ১৩ মার্চ থেকে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের পর ১৫৫ জন সুস্থ হয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরেছেন। এই মহামারি তে বেলজিয়ামে এখন পর্যন্ত ২১ জন মারা গেছেন।
মহামারির শুরু থেকেই বেলজিয়ামের এই ভাইরাসের কুপ্রভাব থেকে ২১ জন রোগীর মৃত্যু হয়েছে ।
সরকারের এই পদক্ষেপগুলো কঠোরভাবে অনুসরণ করার গুরুত্বের ওপর জোর দিয়ে ভ্যান গুচট বলেন, এটা এখনো খুব কঠিন লড়াই কিন্তু এখন আমরা হাল ছেড়ে দিই না ।
এফপিএস পাবলিক হেলথ জোর দিয়ে জানায়, পরিবারের সঙ্গে বাড়ির বাইরে গেলে অনুমতি দেওয়া হয়, কিন্তু গোটা পরিবারকেসুপারের কাছে না নিয়ে যেতে অনুরোধ করেন মানুষ। ভ্যান গুচট আরও বলেন, আর একবার, দয়া করে আপনার সন্তানদেরতাদের দাদা-দিদিদের কাছে আনবেন না, আমরা এর বিরুদ্ধে দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি ।
উপরন্তু ন্যাশনাল ক্রাইসিস সেন্টার সূত্রে খবর, বুধবার তথ্য ফোনের লাইন পেয়েছে ৯০০০ ফোন। কেন্দ্র জানিয়েছে, আমরা মানুষকে প্রথমে গিয়ে একটি ওভারলোড এড়ানোর জন্য ইনফো ওয়েবসাইট চেক করতে বলি, ওয়েবসাইটটি সাম্প্রতিক তথ্য দিয়ে নিয়মিত আপডেট করা হয় ।