ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেল, বেলজিয়াম: বেলজিয়ামের এন্টারপেন শহরে বসন্ত ফাগুন উদযাপিত হয়েছে। বেলজিয়াম-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাবের (বিবিএফসির) উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রত্না খান তমা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিল নূসরাত ।
প্রকৃতির জড়তা কাটিয়ে আসছে ঋতুরাজ বসন্ত। নতুন উদ্যোম, নতুন প্রেরণা নিয়ে ফাল্গুনের বেলজিয়ামে অবস্থানরত প্রবাসী বাঙালিদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহ ও সচেতনতা তৈরি করাই এই আয়োজনের লক্ষ্য ছিল বলে জানিয়েছেন আয়োজকরা। সার্বিকভাবে সহযোগীতা করেন সংগঠনের সদ্যস সহ সভাপতি -দিলরুবা বেগম মিলি, কোষাধ্যক্ষ-রোজিনা মোম, যুগ্ম সম্পাদক ফারজানা আক্তার, প্রচার সম্পাদক নায়লা নাজ সোমা প্রমুখ ।
এছাড়াও শিশুদের জন্য দেশীয় খেলার আয়োজন সহ বিভিন্ন রকমের খেলা ছিল অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ।