ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: বেলজিয়াম আওমীলীগ ১৭ মার্চ রবিবার ব্রাসেলসে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিনে কেক কেটে উদযাপন করেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
বেলজিয়াম আওমীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের সঞ্চালনায় কেক কাটা অনুষ্ঠানে সভাপত্বিত করেন বেলজিয়াম আওমীলীগের সভাপতি লতিফ সহিদুল হক। বক্তব্য রাখেন বেলজিয়াম আওমীলীগ উপদেষ্টা ড: ফারুক মির্জা, সিনিয়র সহ সভাপতি বাবু বিধান দেব, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ, মর্তুজা রানা প্রমুখ।