ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মাঠে নেমেছেন বেলজিয়াম নেতাকর্মীরা । ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪ টায় বেলজিয়াম ব্রাসেলস শহরে বেলজিয়াম আওয়ামীলীগের উদ্যোগে একাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণায় সভা করেন।
অনুষ্ঠানে সভাপত্বিত করেন বেলজিয়াম আওয়ালীগের সভাপতি লতিফ সহিদুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাংগীর চৌধুরী রতন।
বক্তব্য রাখেন সহ সভাপতি বাবু বিধান দেব, সহ সভাপতি হুমায়ন মাসুদ হিমু, সহ সভাপতি বাবু নিরঞ্জন রায়, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, ড: ফারুক মির্জ, বেলজিয়াম যুবলীগ সভাপতি খালেদ মিনহাজ, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, আরিফ উদ্দীন, ড. মিথুন রায়, এবাদত হোসেন রতন।
বক্তারা বলেন, প্রার্থী যেই হোক, ভোট নৌকায়, স্লোগানকে সামনে রেখে প্রবাসে বসবাসরত বাংলাদেশি ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং সেই সাথে বিভিন্ন পোস্টার এবং প্রচারপত্র বিলি করেন।
নির্বাচনী প্রচারণায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের গুরুত্ব তুলে ধরে প্রবাসে অবস্থানরত ভোটারদের দেশে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে এবং দেশে অবস্থানরত তাদের পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের ভোট নৌকায় দিয়ে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে অনুরোধ করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন জসিম উদ্দীন শাহিন, শেখ সেলিম, নাজনীন খানুম, তাহসিন, খান জাহের প্রমুখ।