আলম হোসেন, ব্রাসেলস, বেলজিয়াম: ২০১৮ সালের স্থানীয় সরকার নির্বাচনের অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়ে দুইজন বাংলাদেশি সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হলো।
১৪ অক্টোবর রবিবার সারাদেশ জুড়ে অনুষ্ঠেয় নির্বাচনে সিটি কর্পোরেশন নির্বাচনে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এর ইক্সেলস কমিউনে ও বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর বন্দর নগরী এন্টারপেনের বুর্গারহাউটে আলাদা আলাদা রাজনৈতিক দল তথা MR পার্টি থেকে মোতাহের হোসেন চৌধুরী (ব্রাসেল্সে) দ্বিতীয়বারে মত এবং মিসেস শায়লা শারমিন প্রথম বাঙ্গালী নারী হিসাবে প্রথম বারের মত বেলজিয়ামের এন্টারপেনের PVDA পার্টি থেকে কাউন্সিলর পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।
বেলজিয়ামের স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশির বিজয় অনন্য মাইলফলক বলে বিবেচনা করা হচ্ছে যা ভবিষ্যতে আরো বড় সাফল্যের পথ প্রশস্ত করবে। তাদের এই সাফল্য বেলজিয়ামের বাঙ্গালী সমাজে আনন্দের বন্যা বৈছে। বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় স্থানীয় সকল প্রবাসী ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।