ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম থেকে: বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে দেশটি সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে মতবিনিময় সভাঅনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহষ্পতিবার রাজধানী ব্রাসেলসের একটি রেষ্টুরেন্টে এই সভায় আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শহিদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সঞ্চালনা করেন দাউদ খান সোহেল। বক্তব্য রাখেন, ফারুক মির্জা, জাহাঙ্গীর চৌধুরী রতন, মনির হোসেন পলিন, মোর্শেদমাহমুদ, বশিরুল আলম চৌধুরি সাবু, রেজাউল ইসলাম খান, রাসেল মোল্লা, খালেদ মিনহাজ ও এন্ডি ভারমৌট।
প্রধান অতিথি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, ১৫ আগস্ট হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে রায় দ্রুতকার্যকর করতে আশ্রয় দেয়া দেশের সাথে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। এসময় খোকন শরীফ, আকতারউজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হারুনর রশিদ, গ্যারি কার্টরাইট, জালালআহাম্মেদ এবং বেলজিয়াম আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।