ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস্, বেলজিয়াম: বেলজিয়াম আওমীলীগের উদ্যোগে ঐতিহাসিক ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে । ১১ জানুয়ারি স্থানীয় শুক্রবার সময় ৫টা ব্রাসেলস্ শহরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপত্বিত করেন বেলজিয়াম আওমীলীগ সভাপতি লতিফ সহিদুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাংগীর চৌধুরী রতন। বক্তব্য রাখেন বেলজিয়াম আওমীলীগ উপদেষ্টা ড: ফারুক মির্জা, সহ সভাপতি হুমায়ন মাকসুদ হিমু, সহ সভাপতি বাবু নিরঞ্জন রায়, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, মর্তুজা রানা, মনির হোসেন মনির প্রমুখ।

বক্তারা বলেন, এই দিবসটিতে বাঙালি জাতির বিজয়ের পর এবং পাকিস্তানি শত্রুবাহিনীর আত্নসমর্পনের পর অধীর আগ্রহে জাতির পিতার জন্য অপেক্ষা করছিলেন।বাংলাদেশের স্বাধীনতার পর মুক্তিযুদ্ধে সহায়তাকারী দানকারী দেশগুলোর চাপে, পাকিস্তান শাষকগোষ্ঠী বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। বঙ্গবন্ধুকে ফিরে না পেলে বাঙালি জাতির সংগ্রাম অসম্পূর্ণ থেকে যেত।
সভায় ১৫ আগস্টে সপরিবারে নিহত জাতির জনক এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আত্নার প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বঙ্গবন্ধু আদর্শ’ বাস্তবায়নের জন্য, আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান হয়। গত সংসদ নির্বাচনে, বাংলাদেশ আওয়ামী লীগকে নিরঙ্কুশ বিজয়ী করার জন্য বাংলাদেশের জনগণকে ধন্যবাদ দেয়া হয়। সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং নবগঠিত নুতন মন্ত্রিসভার প্রতি অভিনন্দন জানান হয় এবং বাংলাদেশের মানুষের আশা পুরণ করার আহবান জানানো হয়।