প্রবাস মেলা ডেস্ক: আমেরিকা প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী শিক্ষা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রাখার জন্য বেঙ্গল হিউম্যান রাইটস্ পদকে ভূষিত হয়েছেন।
২৫ মে ২০১৯ শনিবার বিকাল ৪ টায় হোটেল অরনেট ইন্টারন্যাশনালে হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা, দোয়া ও ইফতার মাহফিলে তাকে এ পদকে ভুষিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল হক।
এতে প্রধান অতিথি ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী, উত্তরা সিটি কলেজের চেয়ারম্যান মো. রাহাত মাহমুদ, গৌরী ফিউচার মডেল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আমিনুল হক বাবুল, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।
বেঙ্গল হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন পদক পেয়ে মোশাররফ হোসেন খান চৌধুরী আয়োজকদের ধন্যবাদ জানানা। তিনি বলেন, এই পদক আমাকে আরও বেশি করে সমাজের উন্নয়নে কাজ করতে উৎসাহিত করবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী নিজ জেলা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শিক্ষার আলো জ্বালিয়ে যাচ্ছেন। তিনি নিজ উদ্যোগে সেখানে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠাসহ নানা সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।