হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৩ জুলাই ২০২২, রবিবার লং আইল্যান্ডের হেক শেয়ার স্টেট পার্কে বসেছিল বেঙ্গল সোসাইটির রাত্রে ও দিনের সকল সদস্য পরিবার পরিজনের মিলন মেলা। আনন্দ উদ্দীপনায় উদযাপিত হলো বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক আয়োজিত বনভোজন ২০২২। বনভোজনে অংশগ্রহণকারী সকলেই দিনভর ছিলেন খেলাধুলা ও আনন্দ উচ্ছাসের মধ্যে, ছোট ছেলে মেয়েদের খেলাধুলা এবং বড়দের বিভিন্ন প্রকার খেলায় ছিল বনভোজনের বিশেষ আকর্ষণ। বনভোজনে অতিথি হিসেবে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সোসাইটির সভাপতি পদপ্রার্থী কাজী নয়ন, মোহাম্মদ আলী, আবুল কাশেম, হাজী আবদুর রহমান, মোহাম্মদ মনজুর ইসলাম, জসিম চৌধুরী, মোহাম্মদ সোলায়মান আলী, সাহাউদ্দিন লিটন, শফি আলম ও আবদুল মোতালেব। উপস্থিত সকলে বনভোজনের শুভ কামনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজের পরিচালনায় সভাপতি মাহমুদুল হক চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। বনভোজনে আকর্ষনীয় পুরস্কারের মাধ্যমে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন আবু তালেব চৌধুরী চান্দু, এম,এইচ জামিল, আজিজ চৌধুরী জামাল, রানা মোহাম্মদ আয়াজ, বোরহান খান, মকবুল হোসেন আনিস, আজিজ খান, মোশারফ হোসেন, জিয়াউল ফাত্তা রিয়াদ, তৈয়ব মোহাম্মদ লিটন, আবুল কাশেম, জেসমিন আকতার চৌধুরী, জামান চৌধুরী। ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পর পর র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। মধ্যহ্ন ভোজে নানা রকম দেশীয় স্বাদে, আমের চাটনী, ঝালমুড়ি, চা, তরমুজ বিতরণের মাধ্যমে আপ্যায়ন করা হয়। প্রবাসী শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর সকলে হাসি মুখে গুন গুনাগুন গান গাহিয়া নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।