বনি সিংহ, কোলকাতা, ভারত থেকে: ২৩ আগস্ট ২০২২ থেকে ২৫ আগস্ট ২০২২ বেঙ্গল ফটোগ্রাফি ফোরামের দ্বিতীয় চিত্র প্রদর্শনী হল গ্যালারি গোল্ডে। অনুষ্ঠান প্রদর্শনের উদ্বোধন করেন প্রখ্যাত চিত্র গ্রাহক মধু সরকার, বিধায়ক দেবাশীষ কুমার ও অন্যান্য অতিথিবর্গ। প্রতিদিন ছিল ফ্রি ওয়ার্কশপ Nikon, Panasonic এবং Fuji এর। এই প্রদর্শনীতে প্রায় ৬৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন ১৬০টি ১২/১৮ ইঞ্চি ছবি নিয়ে।
মূলত পাঁচটি বিভাগে প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার বিচারকমন্ডলীদের মধ্যে ছিলেন মধু সরকার, সাত্যকি ঘোষ, সোমনাথ রায় এবং সুবীর বসাক। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কে স্মারক ও মানপত্র তুলে দেয়া হয়। এছাড়াও প্রত্যেক প্রতিযোগীকে সান্তনা পুরস্কার দেওয়া হয়। বেঙ্গল ফটোগ্রাফি ফোরামের সম্পাদক সনাতন সেন জানান বেঙ্গল ফটোগ্রাফি ফোরামের পথ চলা শুরু হয়েছিল ২০১৯ সালের ১৯ আগস্ট। প্রাথমিক উদ্দেশ্য ছিল সমস্ত ওয়েডি়ং ফটোগ্রাফারদের একত্রিত করে তাদের প্রশিক্ষিত করা এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা। এছাড়াও সঠিকভাবে প্রশিক্ষিত করার জন্য বিভিন্ন কোম্পানির সহায়তায় ও ব্যক্তিগত উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে কর্মশিবির আয়োজন করে থাকেন।