রনি মোহাম্মদ, লিসবন,পর্তুগাল প্রতিনিধি: করোনা মহামারীতে স্তম্ভিত বিশ্বে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আযহা। দীর্ঘদিন পর করোনাভাইরাসের প্রকোপ থেকে পর্তুগালের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় ঈদের আনন্দকে প্রবাসের মাঝে একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন ইন পর্তুগালের আয়োজনে লিসবনের বাঙ্গালী অধ্যুষিত মাতৃ মনিজ এর টেস্ট অব লিসবন রেষ্টুরেন্টে বুধবার অনুষ্ঠিত হয় এক ঈদ পুনর্মিলনী ও দোয়া।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন ভূঞার পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক মোহন। ঈদ পুনর্মিলনীতে বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন অব পর্তুগালের আবদুল মানিক, মাঈন উদ্দিন মাস্টার, তোবারক হোসেন তপু, মো: বিপ্লব, সোহরাব হোসেন সুমন, আশরাফ হোসেন, নাঈম হাসান পাবেল, মিঠু, মো: মহিন উদ্দিন, মো: সাহেদ, টিটু, রানা প্রমূখ।
ঈদ পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন লিসবনে বসবাসরত বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন অব পর্তুগালের শতাধিক প্রবাসী। এছাড়াও ঈদ পরবর্তী উক্ত মিলনমেলায় উপস্থিত সকলকে লন্ডন থেকে টেলিকনফারেন্স এর মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি হুমায়ন কবির জাহাঙ্গীর, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবুল বাশার।
এই সময় বক্তরা পর্তুগালে আসা নতুনদের কে পুরাতনদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সেতুবন্ধন তৈরি করে অতীতের ন্যায়ে প্রবাসের মাঝে দেশের সুনাম উজ্জল এবং দেশে প্রবাসের যেকোন দূর্যোগ সমস্যায় এক সাথে কাঁদে কাঁদ রেখে কাজ করার আহবান জানান। ঈদ পুনর্মিলনী শেষাংশে বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন ইন পর্তুগাল এর সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে মানিক ও সদস্য মিরাজ এর পিতার মৃত্যুতে সংগঠনের সদস্য মোহাম্মদ বিসমিল্লাহ মিয়ার বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।