জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশন লন্ডন ইউকে’র পুর্ণাঙ্গ কমিটি গঠন ও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি কমিউনিটি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
বীর মুক্তিযোদ্ধা মুবিন ভুঁইয়া কাজলের সভাপতিত্বে এবং অমেশ দাশ বিধান ও আবুল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবুল হোসেন এবং গীতা পাঠ করেন উম্দামেশ দাশ বিধান। এর পরপরই ৩০ লক্ষ শহিদ আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যারা বিজয় এনেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
২য় পর্বে ইকবাল হোসেনের উপস্থাপনায় এবং মুবিন ভুইয়া কাজলের ঘোষণার মাধ্যমে জাহাঙ্গীর চৌধুরীকে সভাপতি এবং অমেশ দাশ বিধানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন । এতে বক্তৃতা প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুবিন ভুঁইয়া কাজল, বীর মুক্তিযোদ্ধা কাজী মোহাম্মদ সোলায়মান, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন।
এসোসিয়েশনের বিশেষ অবদানের জন্য জনাব বাবুল মিয়া মনিরের অক্লান্ত সম্মাননায় ক্রেস্ট উপহার দেন নব নির্বাচিত সভাপতি জাহাংগীর চৌধুরী, সাধারণ সম্পাদক জনাব উম্মেশ দাস বিধান, সাংগঠনিক সম্পাদক ফোরকান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কাজি সোলায়মান, সর্ব ইউরোপিয়ান বাংলাদেশ সমিতির সভাপতি মামুনুর রশিদ, পাঠক ফোরামের সভাপতি রোকন হায়দার এবং রফিক পাটোয়ারী সহ অনেকেই।
অনুষ্ঠানে তিন জন বীর মুক্তিযোদ্ধাদের পুষ্প দিয়ে সম্মাননা করেন। সবশেষে সভাপতিসমাপনী বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।