ডেস্ক রিপোর্টঃ বীর মুক্তিযোদ্ধা আমৃত্যু গনতান্ত্রিক আন্দোলনের সৈনিক, প্রবাসীদের আন্তর্জাতিক সংগঠন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের কেন্দ্রীয় নেতা আবদুল জব্বার খান (পিনু খান) স্বজন, শুভাকাংখি, প্রবাসের ও দেশে পরিচিত ও জানা অজানা অনেককে শোকসাগরে ভাসিয়ে চিরতরে না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
পিনু খান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা শহরে অনেকগুলো সফল গেরিলা অভিযান পরিচালনা করেন। তিনি ঢাকার রূপগঞ্জ থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তিনি দেশে বিদেশে অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি আশির দশকে দেশত্যাগে বাধ্য হন। দীর্ঘদিন বৃটেন ও কানাডায় বসবাস করেন। ২০২০ সালের প্রথম দিকে বাংলাদেশে আসেন। করোনা ভাইরাসকে কেন্দ্র করে প্রবাসীরা নানা সমস্যার সম্মূখীন হলে অনেক শারীরিক ঝুঁকি নিয়ে নানাভাবে অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ান। প্রবাসীদের আন্তর্জাতিক সংগঠন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের কেন্দ্রীয় সংগঠনের সমন্বয়ক হিসাবে বিভিন্ন দায়িত্ব পালন করেন। দিন দশেক আগে করোনা ভাইরাসে আক্রান্ত হলে হাসপাতালের আই সি ইউ’তে ভর্তি হন। অবশেষে সকলকে শোকসাগরে ভাসিয়ে তিনি মৃত্যুবরণ করেন।
কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক কমিটি সহ অনেক সংগঠন বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার খানের (পিনু খান) মৃত্যুতে গভীর শোক, শ্রদ্ধা জ্ঞাপন করে তার পবিত্র রুহের মাগফেরাত কামনা করেন। আজীবন গনতান্ত্রিক আন্দোলনের সৈনিক বেশ কয়েকমাস ধরেই কথায় কথায় আক্ষেপ করে বলতেন-“যে উদ্দেশ্য ও স্বপ্নকে বুকে ধারণ করে দেশমাতৃকার মুক্তির জন্য জীবনপণ করে যুদ্ধে ঝাঁপিয়েছিলাম সেই গনতান্ত্রিক বাংলাদেশ হয়তো দেখে যেতে পারবেননা। এই বীর মুক্তিযোদ্ধাকে মহান আল্লাহপাক বেহেস্ত নসীব করুন। আবদুল জব্বার খানের (পিনু খান) মৃত্যুতে দেশের ও প্রবাসীগনের অপূরণীয় ক্ষতি সহজে পূরণ হওয়ার মতো নয় বলে অনেকে মনে করেন।