প্রবাস মেলা ডেস্ক: কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামী বিয়ে করলেন। ২৬ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। বিয়েতে অতিথি ছিল ১০০-১৫০ জন। আর সেখানে মিডিয়ার প্রবেশ নিষেধ ছিল।
এদিন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই জীবনের এই সুন্দর মুহূর্তটি কাটাতে চেয়েছিলেন অনির্বাণ। সল্ট লেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।
ভারতীয় গণমাধ্যমের খবর, রেজিস্ট্রির পর মালাবদল ও সিঁদুর দান পর্ব হয়। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু, জয়রাজ ভট্টাচার্য প্রমুখ।
দীর্ঘদিনের সম্পর্ক অনির্বাণ-মধুরিমার। নাটক করতে গিয়েই দুজনের পরিচয় হয়। বিখ্যাত মাইম শিল্পী নিরঞ্জন গোস্বামীর কন্যা মধুরিমার সঙ্গে ‘সংঘারাম’ নাট্যদলে একসঙ্গে কাজ করেছেন অনির্বাণ। এরপর ‘হস্তগত’ আর ‘উদারনীতি’ নামে দুটি নাটকে কাজ করেছিলেন তারা। প্রথমটি মধুরিমা পরিচালনা করেছিলেন। দ্বিতীয়টি অনির্বাণ নিজেই।