রনি মোহাম্মাদ, লিসবন,পর্তুগাল প্রতিনিধি: বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট পর্তুগালের ইফতার ও দোয়া মাহফিল ২৭ মে সোমবার লিসবনের স্থানীয় সিতার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শাহ জাহান আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম রিপনের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হাসান আবদুল্লাহ তৌহিদ। ইফতার পূর্বে শুভেচ্ছা বক্তব্যে রাখেন পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির প্রবীণ নেতা কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের সহকারী কনস্যুলার মোঃ নুর উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যক্তি সোহেব মিয়া, লিহাজ মিয়া, হুমায়ন কবীর জাহাঙ্গীর, আবুল কালাম আজাদ, এ কে রাকিব, শাহীন সাইদ, মিজানুর রহমান, সরদার রায়হাম, মোঃ রনী হোসাইন, মোঃ সুমন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, কোষাধক্ষ মামুন আহমেদ, বিলাল আহমেদ জেকসন আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, ইকবাল হোসেন, বিল্লাল আহমেদ, জাবেদ আহমেদ, সোবহান আহমেদ, রুহেল আহমেদ, ফখরুল ইসলাম মমিন, সুমন প্রমুখ।
ইফতার পূর্বে দূতাবাসের প্রথম সচিব হাসান আবদুল্লাহ তৌহিদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের বাংলাদেশে বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নে কাজের প্রশংসা করেন। ট্রাস্টের সভাপতি শাহ জাহান আহমেদ আগত সকল মেহমানদের স্বাগত জানান ও প্রবাসের মাঝে সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ কমিউনিটির মঙ্গলে কাজ করার আহবান জানান। ইফতারের পূর্বে দেশের এবং প্রবাসের সকল মুসলিম সম্পদায়ের শান্তি কামনায় বাংলাদেশ ইসলামী সেন্টারের দ্বিতীয় খতিব মাওলানা মোঃ হাসানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।