প্রবাস মেলা ডেস্ক: বিশ্ব জালালাবাদ এসোসিয়েশনের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আহবায়ক মুহিবুর রহমান মুহিব।
সদস্য সচিব মইনুল চৌধুরী হেলাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ ঢাকা জালালাবাদ এসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি সি এম কয়েছ সামী, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জগলুল পাশা, আব্দুল মজিদ চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী।
জালালাবাদ এসোসিয়েশন আমেরিকার সাথে এতে যুক্ত ছিলেন আমেরিকার নবনির্বাচিত সভাপতি বদরুল খান ও সাধারণ সম্পাদক সহ বর্তমান ও নবনির্বাচিত পরিষদ। এছাড়া বিশ্ব জালালাবাদ এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব কাপ্তান হোসাইন, মোহাম্মদ কয়েছ আহমেদ, দেবব্রত দে তমাল, সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, আবুল কালাম আজাদ ছোঠন, অলিউদ্দিন শামীম।
উক্ত আলোচনা সভায় বিভিন্ন সামাজিক কার্যক্রম ও করণীয় বিষয়ে বিশদ আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের বন্যা পরিস্থিতি ও সহযোগিতা এবং আগামী ১৫, ১৬ সেপ্টেম্বর কাতার বিশ্ব জালালাবাদ এসোসিয়েশনের মহা সম্মেলন নিয়ে আলোচনা করা হয়।