খলিল চৌধুরী, সৌদিআরব: প্রায় ১৬-শত বছর আগে থেকে মুসলিমদের নাবিক হিসাবে খ্যাতিমান বিশ্বের প্রথম ও প্রাচীন স্থাপনা মক্কা-মদিনা আল হেরাম। মহানবী (সাঃ) জন্মভূমি ও উন্নত বিশ্বের প্রথম সারির দেশ মধ্যপ্রাচ্য সৌদিআরবে অবস্থিত মক্কায় কা’বা বায়তুল্লা ঘিরে মসজিদুল আল হেরাম ও রাসূল (স:) এর রওজা মোবারেক ঘিরে মদিনা মানোয়ার আল হেরাম।
মক্কা-মদিনা এ দু’আল হেরামে ১৬-শত বছর থেকে ইতিহাস ঐতিহ্য রয়েছে সৌদিদের বাড়ী থেকে তৈরি করে আনা ইফতার সমাগ্রী দিয়ে প্রায় অর্ধকোটি রোজা-দার ধর্মপ্রাণ মুসল্লিরা ইফতার করেন। মক্কা-মদিনা আল হেরামের আশপাশ-সহ প্রায় ২০/২৫-কিলোমিটার দূর থেকে সৌদি নাগরিক’রা নিজ বাড়ী থেকে বিভিন্ন দেশ থেকে আসা হাজ্বীগণ ও সৌদির বিভিন্ন জায়গা থেকে আসা রোজাদার মুসল্লির জন্য তৈরি করে আনে খেজুর, রঙ্গ ও দুধ-চা, গাওয়া, রুটি, বিভিন্ন জাতের ফলের জুস-সহ নানান রকম ইফতার সমাগ্রী।
প্রথম রোজার দিন শেষে বিশ্বের সর্ববৃহৎ ইফতার পাটি জামায়েত মক্কা-মদিনা আল হেরামে অংশ নিতে আরব দেশ-সহ বিভিন্ন দেশ থেকে আসা হাজ্বীগণও সৌদির শতশত কিলোমিটার দূর থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসর নামাজের পর থেকে জামায়েত হতে থাকে পবিত্র হেরাম-সহ আশপাশের রাস্তা-ঘাট নগরীর অলিগলিতে। ইফতার করার ১০-মিনিট আগে উপস্তিত রোজা-দার হাজ্বীগণ ও মুসল্লিদের সুস্থতা কামনা করে মুসলিম বিশ্ববাসীর কল্যাণে মোনাজাত করেন, হেরামের প্রধান ইমাম শাইখ আবদুর রহমান সুদাইসী।