বিশ্বনাথ, সিলেট থেকে: বিশ্বনাথ বার্তার পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করেছেন ডেইলী বিশ্বনাথ বার্তা সম্পাদক, সোনার বাংলা নিউজ পোর্টালের প্রধান সম্পাদক, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি এবং সিলেটস্থ বিশ্বনাথ থানা সমিতির সাধারন সম্পাদক মো: মোসাদ্দিক হোসেন সাজুল।
সিলেট লেখক ফোরামের ব্যবস্থাপনায় এ উপলক্ষে মো: মোসাদ্দিক হোসেন সাজুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান লেখক, ব্রিটেনের প্রবীণ রাজনীতিবিদ প্রফেসর শাহাগীর বক্ত ফারুক।
বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধীদের সেবা করা একটি উত্তম ইবাদাত। মোসাদ্দিক হোসেন সাজুল সেবার মাধ্যমে বেঁচে থাকবেন সকলের হৃদয়ে। দেশ ও জাতির জন্য তাঁর মতো সমাজসেবীদের বেশিদিন বেঁচে থাকা প্রয়োজন।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় মহাসচিব, বাংলাদেশ জমিয়তুল মোদাররিছিনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কামাল বাজার ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি এ.কে.এম মনোওর আলী। বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। জাতির বিবেকরা যখন অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসেন তখন আমরা আশার আলো দেখতে পাই।
অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল। বক্তব্যে তিনি বলেন, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুলের মতো সমাজসেবীদের মূল্যায়ন করলে দেশ ও সমাজ আরও উপকৃত হবে। এধরনের সাদামনের মানুষদের জীবদ্দশায় আরও বেশি করে সম্মানিত করতে হবে সামাজিকভাবে রাষ্ট্রিয়ভাবে।
কবি মো: আজম আলীর সঞ্চালনায় ৯ ডিসেম্বর রবিবার সিলেটের কামাল বাজার এলাকার লালটেকস্থ আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ এর এএমডি এন্ড ইনচার্জ প্রকৌশলী মসহুর আলম মুন্না, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, ইসহাক একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মোজাহিদ, সৎপুর কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা কবি মো: ছাদিকুর রহমান, গরিব অসহায় কল্যাণ ফান্ডের ট্রেজারার মো: আসাদ উদ্দিন, সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ মাসুক মিয়া, মোঃ ছবুর আহমদ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ইমন আহমদ। অনুষ্ঠান শেষে মোঃ মোসাদ্দিক হোসেন সাজুলের রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি এ.কে.এম মনোওর আলী।