নাজমুল ইসলাম মকবুল, বিশ্বনাথ সিলেট: বিশ্বনাথ থানা প্রশাসন কর্তৃক বিশ্বনাথ বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগকে সমর্থন ও সময়োপযোগী আখ্যায়িত করে এতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর মো. আয়াছ মিয়া।
তিনি বিশ্বনাথ সাবরেজিষ্ট্রার অফিসের পার্শ্ববর্তী আবাসিক এলাকাকেও এর আওতায় আনার অনুরোধ জানান এবং ব্যক্তিগত তহবিল থেকে ২৫ হাজার টাকার চেক প্রদান করেন। ৪ আগস্ট শনিবার স্পিকার কাউন্সিলর মো. আয়াছ মিয়ার বিশ্বনাথ পুরান বাজারস্থ বাসভবনে থানা প্রশাসনের পক্ষ থেকে চেক গ্রহণ করেন বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম। এ সময় উপসিস্থত ছিলেন বিশ্বনাথ থানা ওসি তদন্ত দুলাল আকন্দ, মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল, ইসহাক একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মোজাহিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আব্দুস সালাম প্রমূখ।