ডেস্ক রিপোর্ট: সিলেটের বিশ্বনাথ থেকে সাংবাদিক দম্পতির মোবাইল চুরি হয়েছে। এ ব্যাপারে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিশ্বনাথ থানার সাধারণ ডায়েরি নং- ৩২৭ তারিখ ০৭-১২-২০২০। এ ব্যাপারে সাংবাদিক নাজমুল ইসলাম জানান- মোবাইলে ব্যবহৃত গ্রামীণ সিম কার্ডটি আমার স্ত্রীর নামে রেজিষ্ট্রেশনকৃত। জিডিতে উল্লেখ করা হয় গত কিছুদিন পূর্বে আমি আমার স্বামী সাংবাদিক নাজমুল ইসলাম এর সাথে প্রয়োজনীয় কেনাকাটার জন্য বিশ্বনাথ বাজারে যাই। সাথে আমার ব্যক্তিগত মোবাইল ছিল। বিশ্বনাথ বাজারে কেনাকাটার এক পর্যায়ে আমার মোবাইল ফোনটি বহু খুজাখুজি করেও আর পাইনি। মোবাইলের ভেতরে আমার জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধনকৃত গ্রামীণ সিমকার্ড রয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি মোবাইলটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি করার সময় কর্তব্যরত ডিউটি অফিসার রত্মা উক্ত মোবাইল নম্বরে ফোন করেন। ফোনটি রিসিভ করে এক ব্যক্তি। কৌশলে তার পরিচয় জানতে চাইলে পরিচয়ে তার নাম বলে কালাম। গ্রামের নাম শ্রিপুর, ইউনিয়ন পান্ডারগাউ, থানা দোয়ারা বাজার, জেলা সুনামগঞ্জ। ডিউটি অফিসার রত্মা মোবাইলটি উদ্ধার সম্ভব এবং অনেকের চুরি হওয়া কিংবা হারানো মোবাইল উদ্ধার করে দেয়া হয়েছে বলে জানান। মোবাইলটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও আশ্বস্থ করেন।