নাজমুল ইসলাম মকবুল, বিশ্বনাথ, সিলেট: সিলেটের বিশ্বনাথে লন্ডন প্রবাসী সমাজসেবী দুলু মিয়ার বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গার অভিযোগ করা হয়েছে। উপজেলার অলংকারী ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী তোতা মিয়া (৩৫) এর বিরুদ্ধে বৃহস্পতিবার বিশ্বনাথ থানায় এই লিখিত অভিযোগ প্রদান করেন তারই সৎ মা সুরেতুন বিবি (৫৫)।
অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় লিখিত অভিযোগে বাদী সুরেতুন বিবি উল্লেখ করেন, পারিবারিক ও জায়গা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তার সৎ পুত্র তোতা মিয়ার সাথে বিরোধ চলে আসছিল। বাদীর ছেলে-মেয়েরা দেশে না থাকার সুবাদে অভিযুক্ত তোতা মিয়া বিভিন্নভাবে তার (বাদির) ক্ষতি করার পায়তারা করে আসছেন। প্রায় ৭/৮ দিন পূর্বে তোতা মিয়া দেশে এসে বাদির ভোগদখলকৃত জায়গা নিজের বলে দাবি করেন এবং বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামা ৫/৬ জনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদির বসত বাড়ীর সীমানা প্রাচীর (দেয়াল) ভাংচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন করেন। এসময় ভাংচুরকারীরা বাদীকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।
সুরেতুন বিবি অভিযোগ করেন কেয়ারটেকার হিসেবে তার বাড়ি দেখাশুনা করে আসছিলেন একই গ্রামের আব্দুল কাদিরের পুত্র আব্দুল জলিল। এতে প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলকভাবে গত ২২ জানুয়ারি রাতে আব্দুল জলিলের টার্কি খামার থেকে টার্কি মোরগ কিনার কথা বলে আব্দুল জলিলকে তার বসত ঘর থেকে ডেকে বাহিরে বের করে গোয়েন্দা পুলিশ। এরপর আব্দুল জলিলের প্যান্টের পকেটে ২০ পিছ ইয়াবা পাওয়া গিয়েছে মর্মে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এর পিছনে তোতা মিয়ার হাত রয়েছে বলেও অভিযোগ করেন সুরেতুন বিবি।
এ প্রতিবেদকের সাথে আলাপকালে ক্ষতিগ্রস্থ দুলু মিয়া জানান, আমার ভাইয়ের কাছে আমার সৎ ভাইয়ের টাকা পাওনা থাকলে আমার নিজ বসত বাড়ীর দেয়ালে হামলা করে দেয়াল ভাঙ্গা অমানবিক। আমি এর সুষ্ঠু বিচার চাই। অভিযুক্ত যুক্তরাজ্য প্রবাসী তোতা মিয়া তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, আমার সৎ ভাই মাশুক মিয়ার কাছে ১০ লাখ টাকা পাওনা রয়েছে। আমি এই টাকা ফেরত চাইলে তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করেন এবং আমাকে হয়রানি করতে থানায় অভিযোগ প্রদান করা হয়। অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম সাংবাদিকদের বলেন, আমরা সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনে যাব এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।