নাজমুল ইসলাম মকবুল, বিশ্বনাথ, সিলেট: সিলেটের বিশ্বনাথে যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবী আব্দুল কালাম প্রতিষ্ঠিত গরীব অসহায় কল্যাণ ফান্ড’র উদ্যোগে রামধানা, কামালপুর, শেখেরগাঁও, কৃপাকালী ও টেককামালপুর গ্রামের অর্ধশত দরিদ্রদের মধ্যে জায়নামাজ, নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়েছে।
৬ জানুয়ারি রোববার সকাল ১১টায় অলংকারী ইউনিয়নের রামধানা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালামের বাড়িতে আনুষ্ঠানিকভাবে জায়নামাজ ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
‘গরীব অসহায় কল্যাণ ফান্ড’ পরিচালনা কমিটির সভাপতি মো: আবুল লেইছের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, ইউপি সদস্য রাজুক মিয়া রাজ্জাক, সমাজসেবক আছাব আলী, শামছু মিয়া লালা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী মখলিছ মিয়া, হাজী আব্দুল হেকিম, সাবেক মেম্বার আব্দুল খালিক, ফারুক মিয়া, নুর রহমান, ছবুর আহমদ। সভায় উপস্থিত ছিলেন দ্রবতারা সিলেটের সভাপতি আব্দুল বাতেন, ‘গরীব অসহায় কল্যাণ ফান্ড’র সহ-সেক্রেটারী খালেদ আহমদ বাদশা, কোষাধ্যক্ষ আসাদ আহমদ, সহ-কোষাধ্যক্ষ শিব্বির আহমদ, প্রচার সম্পাদক রানা সরকার, সহ-প্রচার সম্পাদক নির্মল সরকার, সদস্য আক্তার আমদ শাহেদ, বিজিত সরকার, রাসেল আহমদ, জাহাঙ্গীর আহমদ।