নাজমুল ইসলাম মকবুল, বিশ্বনাথ, সিলেট: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমানের উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পুকে মারধরে আহত করা নিয়ে উপজেলা জুড়ে তোলাপাড় সৃষ্টি হয়েছে। আহত ছাত্রলীগ নেতা পার্থ সারথী দাশ পাপ্পু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহন করেছেন।
২৬ অক্টোরব শুক্রবার সকালে উপজেলা সদরস্থ আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমানের বাসভবনে ঘটনাটি ঘটে। মুহিবুর রহমান ও পার্থ সারথী দাশ পাপ্পু উভয়েই স্থানীয়ভাবে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিলেট-২ আসনে মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী বলয়ের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। ঘটনাটি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
আহত ছাত্রলীগ নেতা পার্থ সারথী দাশ পাপ্পু জানান, নিজ এলাকার একটি বিষয় আপোষ-মিমাংসায় শেষ করে দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে থানায় আটক হওয়া এক যুবলীগ নেতাকে থানা থেকে তার (মুহিব) জিম্মায় আনার দাবী নিয়ে আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমানের কাছে যান পাপ্পু। এতে মুহিবুর রহমান আপত্তি করেন। এরপর পাপ্পু তার (মুহিব) কাছে আবারও নিজের দাবীটি উত্থাপন করেন। এসময় আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান পাপ্পুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে নিজের গাড়ির ড্রাইভার হেলালকে দিয়ে হকিস্টিক আনিয়ে পেটাতে শুরু করেন। এক পর্যায়ে মুহিবুর রহমানের নির্দেশে তার গাড়ির ড্রাইভার হেলালও হকিস্টিক দিয়ে পাপ্পুকে মারধর করেন। এতে পাপ্পু গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে (পাপ্পু) চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা গ্রহন করে পাপ্পু নিজের বাড়িতে চলে যান। পাপ্পু জানান, এঘটানায় মুহিবুর রহমানের বিরুদ্ধে তিনি (পাপ্পু) থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিলে আনোয়ারুজ্জামান চৌধুরী বিষয়টি দেখে দিবেন বলে তাকে আশ্বস্থ করেছেন।
মুহিবুর রহমানের গাড়ির ড্রাইভার হেলাল মিয়া বলেন, শুক্রবার সকালে পাপ্পু চেয়ারম্যানের বাসায় আসার কারণ আমি তার কাছে জানতে চাইলে সে (পাপ্পু) আমাকে গালিগালাজ করে। এসময় আমি তাকে কয়েকটি থাপ্পর মেরেছি। একপর্যায়ে চেয়ারম্যান (মুহিবুর রহমান) ঘর থেকে বের হয়ে লাঠি নিয়ে আমাকে তাড়া করলে আমি দৌঁড়ে পালিয়ে যাই। এব্যাপারে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান বলেন, আমার বাসায় মারধরের অভিযোগটি সঠিক নয়। অযথা কেউ কোন অভিযোগ করলে কিছু করার নেই।