নাজমুল ইসলাম মকবুল, বিশ্বনাথ, সিলেট: বিশ্বনাথের অলংকারী ডেভোলপমেন্ট সোসাইটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং প্রবাসী সংবর্ধনা ও সোসাইটির অফিস উদ্বোধন করা হয়েছে। গত ১৯ অক্টোবর শুক্রবার অলংকারী পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হাজী বাবরু মিয়া শপিং সিটিতে সোসাইটির সভাপতি শামসুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা: মো: শামছুল ইসলাম, মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুল, স্থানীয় ওয়ার্ড মেম্বার মো: আব্দুল ওদুদ, সাবেক মেম্বার মো: রফিকুল ইসলাম, প্রবীণ মুরব্বী মো: মতছির আলী।
সোসাইটির কোষাধ্যক্ষ মো: রাসেল মিয়ার পরিচালনায় ও শিপন আহমদের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সহ সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন ইমন। সংবর্ধিত অতিথি ছিলেন, আব্দুল আহাদ নানু, হিরন মিয়া, আব্দুল কাইয়ুম, নেপুর মিয়া, মোক্তার আহমদ শিশু, শাহিন আহমদ, শফিক আলী, মো: একলাল মিয়া, তোরাব আলী, শেখ শাহেনা আলী বিউটি। সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নীল বিশ্বনাথ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সোসাইটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ। দিনব্যাপী অনুষ্ঠানে এলাকার প্রায় দুইশত জনসাধারনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।