রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: পারকি সৈকতকে ঘিরে হাতে নেওয়া উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হলে এখানকার দৃশ্য বদলে যাবে এবং এলাকাটি আরো সমৃদ্ধশালী হবে। এ সৈকতে দেশি–বিদেশি পর্যটকেরা বেড়াতে আসবেন। ফলে দেশের রাজস্বে বিরাট অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আসবে বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী।
১০মার্চ ২০২১, বুধবার দুপুরে পারকী সৈকতে পর্যটন কর্পোরেশন কর্তৃক চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এইসব কথা বলেন।

পারকি সৈকতসংলগ্ন এলাকায় ১৩ দশমিক ৩৩ একর জায়গায় ৭৯ কোটি টাকা খরচ করে একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে পর্যটন করপোরেশন। এ প্রকল্পের অধীনে রয়েছে একটি ৪ তলা ভবন, ১০টি কটেজ, ৪টি ডুপ্লেক্স কটেজ, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থাপনা আছে। বর্তমানে ৩১ শতাংশ কাজ শেষ হয়েছে প্রকল্পের। ২০২২ সালের জুনে পুরো প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এই ব্যাপারে প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন দিন দিন এগিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সৌন্দর্যের লীলাভূমি এ বাংলাদেশ সোনার বাংলায় রূপ নিচ্ছে। পর্যটনের মাধ্যমে বাংলাদেশে প্রচুর দেশি -বিদেশি পর্যটকরা ভীর করবে এতে করে দেশ পরিচিতির পাশাপাশি সরকার ভালো রেভিনিউ পাবে।
প্রকল্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো: হান্নান মিয়া, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ও স্থানীয় বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ প্রমূখ ।
প্রতিমন্ত্রী পরে পারকি সৈকত ঘুরে দেখে সেখানে আটকে পড়া জাহাজ ক্রিস্টাল গোল্ডকে সরানো নিয়ে আন্ত:মন্ত্রণালয়ের সভায় কথা বলারও আশ্বাস দেন। এবং সরকারের উন্নয়ন প্রকল্পের কাজ করতে গিয়ে যাতে সৈকত পরিবেশ নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে।