প্রবাস মেলা ডেস্ক: গত ২৮ অক্টোবরে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের জের ধরে সারা দেশে দলটির কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিরোধী দলের নেতাকর্মীর ধরপাকড়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। একইসঙ্গে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থেকে অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় বের করার কথা জানিয়েছেন তিনি।
৫ অক্টোবর ২০২৩, রবিবার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই উদ্বেগ ও আহ্বান জানান জোসেপ বোরেল। সেখানে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী দলের নেতাকর্মী গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি।’
Concerned by the arrest of over 8,000 opposition activists in Bangladesh. Justice must be served in all cases.
We encourage all parties to refrain from violence.
Vital to find a peaceful way to participatory elections, conducive to democracy, human rights & fundamental freedoms— Josep Borrell Fontelles (@JosepBorrellF) November 5, 2023
‘সব ক্ষেত্রেই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে’ জানিয়ে জোসেপ বোরেল লিখেছেন, ‘আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি।’ তিনি আরও লিখেছেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে।’